ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসির ভোট কেন্দ্রে ক্যাফেটেরিয়া কক্ষে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। রুপাইয়া তাঁর এক বান্ধবীর বরাত দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের বলেন, তাঁরা দুজন ভোট দিতে গিয়েছিলেন। এক নম্বর টেবিল থেকে তাঁর বান্ধবীকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছিল তাতে শিবির সমর্থিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। রুপাইয়া বলেন, তাঁর বান্ধবী ব্যালটটি নিয়ে পোলিং কর্মকর্তাদের কাছে গিয়ে অভিযোগ করেন। পোলিং কর্মকর্তারা তখন বলেন, সেটা তাঁরও (ছাত্রীর) ভুল হতে পারে। পরে অভিযোগের বিষয়ে ওই কক্ষের পোলিং কর্মকর্তা...