সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাথায় রেখে এবারের টুর্নামেন্ট হবে ২০ ওভারের ফরম্যাটে। যাতে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে পারে অংশগ্রহণকারী দলগুলো। স্বাভাবিকভাবেই এশিয়ার দলগুলোর কাছে প্রস্তুতির সেরা মঞ্চ এশিয়া কাপ। এশিয়া কাপ মানেই বাড়তি উন্মাদনা। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো এশিয়ার পরাশক্তিদের সঙ্গে লড়াইয়ের মঞ্চে আছে বাংলাদেশও। যদিও ফাইনালে গিয়েও এখনো শিরোপার স্বাদ পায়নি টিম টাইগার্স। গেল কয়েক বছর ধরে ভালো করছে আফগানিস্তানও। ফরম্যাট ও ভেন্যু বিবেচনায় এবারের টুর্নামেন্টেও তারা অন্যতম ফেবারিট। এবারের আসরে টাইগাররা কেমন করবে—সে প্রশ্ন এখন সবার। যদিও প্রস্তুতিটা মন্দ হয়নি। টানা তিন সিরিজ জিতে দুবাইয়ের বিমানে চড়েছে লিটন দাসের দল। অন্য বারের তুলনায় এবারের দলটিকে বেশ ভারসাম্যপূর্ণ বলা যায়। লিটন দাসের ওপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট,...