আসন্ন এশিয়া কাপের ভারতের বিপক্ষে ম্যাচের আগে ছেলেবেলার বন্ধুকে নিয়ে আবেগাপ্লুত হলেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার সিমরনজিৎ সিং। লুধিয়ানায় জন্ম নেওয়া এই ক্রিকেটার শৈশবে নেট প্র্যাকটিসে বল করেছিলেন ভারতের তারকা ব্যাটার শুবমান গিলকে। এখন সেই গিলের বিপক্ষেই তিনি মাঠে নামতে যাচ্ছেন। ৩৫ বছর বয়সী সিমরনজিৎ সাংবাদিকদের বলেন, ‘আমি শুবমানকে ছোটবেলা থেকেই চিনি। তবে জানি না, সে আমাকে মনে রেখেছে কিনা। ২০১১-১২ সালের দিকে আমরা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) নেটে প্র্যাকটিস করতাম। শুবমান তখন ১১ বা ১২ বছরের ছিল। ওই সময় অনেকবার ওকে বোলিং করেছি। আমি অতিরিক্ত সময়েও অনেক বল করতাম।’ পাঞ্জাবে জেলা ক্রিকেট খেলার পাশাপাশি ২০১৭ সালে রঞ্জি ট্রফির সম্ভাব্য তালিকায়ও জায়গা পেয়েছিলেন সিমরনজিৎ। এমনকি কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) নেট বোলার হিসেবেও কাজ করেছেন। কিন্তু জাতীয় দলে...