নির্বাচনে বিভিন্ন প্রার্থী নিয়ম ভঙ্গ করলেও নির্বাচন কমিশন নীবর ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় টিএসসির পায়রা চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আব্দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বারবার আচরণবিধি ভঙ্গ করার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা করছে। আমাদের প্যানেলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। নির্বাচন কমিশন বসে বসে তামাশা দেখছে। নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।তিনি বলেন, নির্বাচনে নিয়মশৃঙ্খলার বালাই নেই। কেউ মানছে না। নির্বাচন কমিশন আগে যত আচরণবিধি তৈরি করেছে, তার একটাও তারা মানাতে বাধ্য করতে পারছে না। ভোট কারচুপির চেষ্টা হচ্ছে জানিয়ে আবু...