ক্যারিয়ারের অন্তিম মুহূর্ত পার করছেন লিওনেল মেসি। তার শেষের শুরুটা হয়েছে ঘরের মাঠ আর্জেন্টিনাতেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে দেশের সমর্থকদের কাছে থেকে বিদায় নিয়েছেন। জোড়া গোল করে জয় উপহার দিয়ে মেসি জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও জানালেন সিদ্ধান্তটা মেসির ওপরই নির্ভর করছে। স্কালোনি জানিয়েছেন, মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মেসি শান্তভাবে সময় নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান স্কালোনি। খেলোয়াড় হিসেবে মেসি যা সিদ্ধান্ত নেবেন, সেটাই তারা মেনে নেবেন। স্কালোনি বলেন, ‘দলে কারা থাকবে, তা নিয়ে আমি এখনো শতভাগ নিশ্চিত না। এখনো অনেক সময় বাকি, অনেক কিছু ঘটতে পারে। আমাদের একটি মূল দল আছে, যাদের বেশিরভাগই একই...