ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ব্যক্তিজীবনে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। পরে সম্পর্কের টানাপোড়নে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমানে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়েই সময় কাটছে এই নায়িকার। বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক পাতায় শেয়ার করে থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে পরী মণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’ তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা...