নেপালের সরকার বিরোধী বিক্ষোভের কারণে পণ্ড হয়েছে ফিফা আন্তর্জাতিক প্রীতির দ্বিতীয় ম্যাচটি। ম্যাচ না খেলে মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ দল দেশের ফিরে আসছে নির্ধারিত সময়ের একদিন আগে। লাল সবুজদের অধিনায়ক জামাল ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সেখানের পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক জামাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটি বাতিল হয়েছে। তা শুনে দুঃখ হচ্ছে। কাঠমুন্ডুতে যে অস্থিরতা ও গুলিবর্ষণ হচ্ছে তাতে আমাদের সেখানে খেলা নিরাপদ নয়। যারা সেখানে প্রাণ হারিয়েছেন ও হতাহতের শিকার হয়েছেন, তাদের জন্য আমার হৃদয়হরণ হয়েছে।’ কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে নামার কথা ছিল বাংলাদেশ ও নেপালের। তবে, সেই পরিস্থিতি উপেক্ষা করেই লাল-সবুজের প্রতিনিধিরা মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ...