তবে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন রবিন ও হৃদয়। জানা গেছে, রবিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন। আর হৃদয় এই মুহূর্তে জামালপুরের সরিষাবাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। আরও দুজন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রোপচারের মাধ্যমে গতকাল সোমবার লাইটম্যান সহকারী রবিনের বাঁ হাতটি কেটে ফেলা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনায় হৃদয়ের চোয়াল আঘাতপ্রাপ্ত হয়েছে, পড়ে গেছে পাঁচটি দাঁত। বাকিরাও মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, রবিনের একটি পা-ও ঝুঁকিতে আছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি ও তার পরিবার। কীভাবে চিকিৎসার খরচ বহন করবেন, কীভাবে চলবে পরিবার সে চিন্তায় দিন কাটছে তার। রবিন গণমাধ্যমে জানান, শুটিংয়ের জন্য আলাদা গাড়ি থাকলেও তাকে তাতে না পাঠিয়ে জেনারেটরের পিকআপে পাঠাতে...