সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা।ভোট দিতে কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সকালে আবহাওয়া কিছুটা প্রশান্তিময় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমে ভোগান্তিতে পড়তে দেখা গেছে ভোটারদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাজল হল ও ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করছেন। এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল আশাতীত। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তবে দুপুরের দিকে প্রচণ্ড রোদে অনেকে অস্থির হয়ে পড়েন। কেউ ছাতা মাথায় লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউবা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন রোদের তাপ থেকে বাঁচতে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুভা বলেন, এটাই আমার জীবনের প্রথম ও শেষ ডাকসু ভোট দেওয়া। তাই আনন্দ নিয়েই লাইনে...