ঠোঁটের রং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গাঢ় বা কালচে হয়ে গেলে অনেকেই অস্বস্তি বোধ করেন। এটা শুধু ধূমপানের জন্যই হয় না—খাদ্যাভ্যাস, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, সূর্যের আলো, কম পানি খাওয়া, বা এমনকি জিনগত কারণেও ঠোঁটের রং বদলে যেতে পারে।ভালো খবর হচ্ছে, ঘরোয়া কিছু উপায়ে নিয়ম করে যত্ন নিলে ঠোঁট ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠতে পারে।আরও পড়ুন :উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়আরও পড়ুন :যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমেশরীরে ভিটামিন সি কমার লক্ষণ এবং যা করবেনকালো ঠোঁট দূর করতে ঘরোয়া উপায়১. লেবুর রসলেবুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান ঠোঁটের রঙ হালকা করতে সাহায্য করে।ব্যবহারবিধিলেবুর একটি ফালি চিপে সামান্য রস বের করে নিনরসটি ঠোঁটে মেখে রাখুন ১০-১৫ মিনিটএরপর ধুয়ে ফেলুনপ্রতিদিন রাতে ব্যবহার করলে ভালো ফল...