লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? দিন দিন তার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা যেন বাড়ছে। সর্বশেষ সাক্ষাৎকারেই অনিশ্চয়তার কথা বলেছেন, আর্জেন্টাইন অধিনায়ক। দিন দিন অনিশ্চয়তা বাড়তে থাকায় আর্জেন্টিনা কোচ লিওনলে স্ক্যালোনি অবশ্য বলেছেন, দলের অধিনায়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে শান্তভাবে বিষয়টি ভেবে দেখবেন। গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচটি ছিল আর্জেন্টিনায় মেসির শেষ আনুষ্ঠানিক ম্যাচ। ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে দেশের সমর্থকদের কাছ থেকে বিদায় নেন তিনি, তবে পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে নিশ্চিত কোনও প্রতিশ্রুতি দেননি। শুধু বলেছেন, ‘আমরা প্রায় পৌঁছে গেছি, তাই আমি উত্তেজিত এবং খেলার জন্য অনুপ্রাণিত। আমি সবসময় বলি, দিন অনুযায়ী অনুভূতি কী- তার ওপর ভিত্তি করে চলি আমি। আমি চেষ্টা করি ভালো অনুভব করতে এবং সর্বোপরি নিজের কাছে সৎ থাকতে।...