ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল প্রাণবন্ত উৎসবের আমেজ। ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। শামসুন নাহার হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে। বিশ্ববিদ্যালয়ের ইউ ল্যাব কেন্দ্রে রয়েছে ৪ হাজার ৯৬ জন ভোটার। প্রায় ৪০ হাজার ভোটারের এই নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। মিরপুর থেকে ভোট দিতে আসেন ২০২০-২১ সেশনের অনাবাসিক শিক্ষার্থী শেখ অহোনা। তিনি বলেন, “এই প্রথম কোনো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। খুব ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পেরেছি। আশা করছি সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ হবে।” একই সেশনের ফারহানা তাসনিম বলেন, “আমাদের প্রথম ডাকসু নির্বাচন। সামনের বছরও ভোট দিতে পারব...