সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রপাগান্ডা চালিয়ে ভোট কমানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোটপ্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:বুথে ঢুকে বের হয়ে অভিযোগের সুযোগ নেই: ড. নাসরিন সুলতানাল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষক প্রবেশ আটকানোর অভিযোগ বুথে ঢুকে বের হয়ে অভিযোগের সুযোগ নেই: ড. নাসরিন সুলতানা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষক প্রবেশ আটকানোর অভিযোগ শামীম হোসেন বলেন, “কিছু চিহ্নিত সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে আমাকে ট্যাগিং দেওয়া হচ্ছে। আমি আগেই আশঙ্কা করেছিলাম- এভাবে প্রপাগান্ডা চালিয়ে আমার ভোট কমানোর চেষ্টা চলবে। তবে শিক্ষার্থীরা সচেতন, তারা প্রার্থী বাছাইয়ে কোনো ভুল করবে না।’ তিনি আরো বলেন, “প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা...