ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, সেই কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ বেশ কয়েকজন। তারা সেখানে নির্বাচনী কর্মকর্তা সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়ার সঙ্গে বাগবিতণ্ডায়...