ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরইমধ্যেই সকাল গড়িয়ে দুপুর হয়েছে। এখন পর্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সব প্রবেশ পথ, ভোটকেন্দ্রসহ পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। ডাকসুর ভোটগ্রহণ সুন্দরভাবে চলছে।তিনি বলেন, প্রার্থীদের পাশাপাশি ভোটাররা আনন্দমুখর পরিবেশে তাদের ভোট দিতে পারছে। নির্বাচনের শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।ডিএমপি কমিশনার আরও বলেন, প্রার্থীদের নিজেদের মাঝে ছোট খাটো অভিযোগ থাকলেও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।নিউজজি/এসএম ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে...