এক দল বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন। অন্য দলটি বিশ্বকাপই খেলেছে মাত্র একবার। ফিফা র্যাংকিংয়েও আকাশ-পাতাল পার্থক্য। ১১ এবং ৭৫। যে দুটি দলের আলোচনা হচ্ছে, তার একটি ইতালি, অন্যটি ইসরায়েল। কিন্তু সোমবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে দুই দলের মধ্যে যে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বীতা তৈরি হলো, তাতে কেউ বলবে না- তাদের মধ্যে এত বড় ব্যবধান রয়েছে। ‘আই’ গ্রুপে ইতালি এবং ইসরায়েলের এই ম্যাচটিতে গোল হয়েছে ৯টি। সর্বশেষ ইনজুরি টাইমে গিয়ে সান্দ্রো টোনালির দুর্দান্ত এক গোলে ইতালি নাটকীয় এক জয় নিয়ে ফিরেছে ৫-৪ গোলের ব্যবধানে। সোমবার হাঙ্গেরির ডেবরেকেনের নাগিয়েরদি স্টেডিয়ামে (নিরপেক্ষ ভেন্যু) অনুষ্ঠিত এই ম্যাচে নয় গোলের থ্রিলার শেষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখে আজ্জুরিরা। ‘আই’ গ্রুপে ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে এখনও ২য় স্থানে ইতালি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে...