এশিয়া কাপ ক্রিকেটের জমজমাট ১৭তম আসরের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে হংকং এবং সাম্প্রতিক সময়ে ত্রিদেশীয় সিরিজে হেরে যাওয়া আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়িামে অনুষ্ঠিতব্য ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর মানসিকভাবে কিছুটা চাপে আছে আফগানিস্তান। বিশেষ করে দলের অন্যতম বড় ব্যাটিং ভরসা রহমানউল্লাহ গুরবাজ ফর্মহীনতায় ভুগছেন। সদ্য শেষ হওয়া সিরিজে তিনি মাত্র ৯৮ রান করেছেন, যার মধ্যে ৪০ রান এসেছিল এক প্রকার গুরুত্বহীন একটি ম্যাচে। আফগানিস্তানের সেমিফাইনালের মতো বড় লক্ষ্য অর্জনে গুরবাজের বিস্ফোরক ব্যাটিং দারুণভাবে প্রয়োজন হবে। তবে আফগানিস্তানের শক্তির জায়গা হলো তাদের স্পিন-ভিত্তিক বোলিং আক্রমণ। রশিদ খান, নূর আহমদ ও মোহাম্মদ নবির মতো বিশ্বমানের স্পিনারদের নিয়ে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে তারা অন্যতম ফেভারিট। অন্যদিকে হংকং দলকে...