সোনা অলঙ্কার তৈরিতে ব্যবহার হচ্ছে বহুকাল ধরেই। সোনার গয়না নারীদের কাছে আলাদা এক আবেগ। এটিকে একদিকে যেমন তারা সাজসজ্জায় ব্যবহার করছেন তেমনি গয়নার পরিমাণ তারা তাদের আভিজাত্যের অংশ বলেই মনে করেন। অনেকে আবার সোনার গয়না কেনা এক ধরনের ইনভেস্টমেন্ট বলেই ধরে নেন। বিপদের বন্ধু মনে করেন সোনাকে। বর্তমানে হলুদ সোনার পাশাপাশি হোয়াইট গোল্ড বা সাদা সোনা বেশ জনপ্রিয় নারীদের কাছে। তবে শুধু একবিংশ শতাব্দীতেই নয়, ১৯শ শতকেও গয়নায় সাদা সোনা ব্যবহার হত। নারীদের জন্য তৈরি বিভিন্ন অলঙ্কারে সাদা সোনা ব্যবহার হতো। হোয়াইট গোল্ড হলো একটি অলয়, যা খাঁটি সোনার সঙ্গে একটি বা একাধিক সাদা-রঙের ধাতু মিশিয়ে তৈরি করা হয়-সাধারণত নিকেল বা পেলাডিয়াম, মাঝে মাঝে রূপা বা প্লাটিনামও ব্যবহার করা হয়। ২৪ কের খাঁটি সোনা স্বাভাবিকভাবে হলদেটে। লাল বা হলদেটে সোনাকে...