ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। আর ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজানের অভিযোগ, ওই কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ছাত্রশিবিরের ফরহাদের অভিযোগ, সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। তবে ইউল্যাব স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা শহীদুল জাহিদ বলনে, “পোলিং এজেন্ট এখানে আছে। জিএস প্রার্থী মারজানের দুইজন পোলিং এজেন্ট বসে আছেন। আমাদের পর্যবেক্ষকরা আছেন।” সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “সকাল থেকে এখানে নিউজ লাইভও করা হয়েছে, বাংলাভিশন টেলিভিশনে।” সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটোসাংবাদিক মাহমুদ জাামন অভি। ওই...