বিশ্বকাপের বাছাইপর্বে হার দিয়ে যাত্রা শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এরপর টানা তিন জয়। বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরির মাঠে ইসরায়েকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইতালি। রোমাঞ্চে ভরা ম্যাচে জয় নিয়ে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘আই’গ্রুপের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দলটি। সমান পয়েন্ট নিয়ে ইসরাইল তিনে। চার ম্যাচে সব জয়ে নরওয়ে সবার উপরে। ম্যাচের ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। গোলবন্যার শুরু তখন থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪০ মিনিটে মইসে কিনের গোলে সমতায় ফেরে ইতালি। প্রথমার্ধে কোনো দলের জালে আর বল ঢোকেনি। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে দর পেরেৎজের গোলে এগিয়ে যায় ইসরায়েল। ৫৪ মিনিটে আবারও কিনের গোল ইসরায়েলের জালে। ৫৮ মিনিটে সেই ব্যবধান বাড়ান মাতেও পলিতানো। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় গাত্তুসোর শিষ্যরা। ৮১ মিনিটে সেই ব্যবধান বেড়ে হয় ৪-২। দুই...