ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীরা প্রচারণা চালাতে গিয়ে ভোগান্তি সৃষ্টি করেছেন। ভোটকেন্দ্রের প্রবেশমুখে জটলা ও লিফলেট বিতরণের কারণে শিক্ষার্থীরা সহজে ভোট দিতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ অন্যান্য কেন্দ্রের সামনে ভোটার লাইনে দাঁড়িয়ে প্রার্থীরা লিফলেট বিতরণ করছেন। এতে ভোটকেন্দ্রের প্রবেশমুখে ভিড় জমে শিক্ষার্থীরা সহজে প্রবেশ করতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো যাবে না। এছাড়া ৭ সেপ্টেম্বর থেকেই সকল ধরনের প্রচারণা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। কার্জন হল এলাকায় ছাত্রদল-সমর্থিত ফজলুল হক মুসলিম হল ইউনিটের নেতাকর্মীরা লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে দেখা গেছে। সিনেট ভবন কেন্দ্রের সামনেও প্রার্থীরা ভোটারদের কার্ড ও লিফলেট ধরিয়ে দিচ্ছিলেন। পরিস্থিতি দেখে রিটার্নিং কর্মকর্তা তাদের সেখান থেকে...