নিজস্ব প্রতিবেদক : ওবায়দুল কাদেরকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও দলীয় পুনর্গঠনের গুঞ্জন ক্রমশই জোরালো হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে দলীয় রাজনীতিতে কোণঠাসা অবস্থায় রয়েছেন বলে একাধিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে। দীর্ঘদিন ভারতে অবস্থান করলেও তিনি এখনও দলের প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি। শীর্ষ নেত্রী এখন কলকাতাভিত্তিক তিনজন নেতার ওপর বেশি আস্থা রাখছেন—আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানক। এদের সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, যিনি কলকাতা থেকে কার্যক্রম পরিচালনা করছেন। অন্যদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি ও প্রচারে...