ব্যালন ডি’অর প্রসঙ্গে ফের আলোচনায় এলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নিজের স্বপ্নের ট্রফি নিয়ে খোলামেলা কথা বলার পাশাপাশি বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামালকে নিয়ে হালকা রসিকতাও করেছেন। তার এই মজার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। জার্মান পত্রিকা ‘বিল্ড’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে জানান, তার রিয়াল সতীর্থ উসমান দেম্বেলেকে তিনি এবারের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেন। দেম্বেলের দুর্দান্ত মৌসুমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই এটি একটি স্বপ্ন। ট্রফি জিতলে এবং মৌসুম ভালো কাটলে আমিও এটি জিততে চাই। তবে দলগত সাফল্য ছাড়া এটি সম্ভব নয়।’ সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিকরা ১৭ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামালের নাম উল্লেখ করলে এমবাপ্পে হেসে বলেন, ‘ইয়ামাল? সে তো বার্সেলোনার খেলোয়াড়… এ নিয়ে আমরা কিছু বলতে পারি না।’ তার এ মন্তব্য সঙ্গে...