আজ শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠছে টুর্নামেন্টের। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইটি বসবে কুড়ি কুড়ির ফরম্যাটে। ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। ৮ দলের এবারের আসরও টি-টোয়েন্টি ফরম্যাটের। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে যেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ছোট ফরম্যাটে বড় লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক এশিয়া কাপের যত রেকর্ড— এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর বসছে আজ। এটি টি ২০ সংস্করণের তৃতীয় এশিয়া কাপ। আগের ১৬ আসরের ১৪টি হয়েছে ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আটটি দল অংশ নিচ্ছে। এখন পর্যন্ত এশিয়া কাপ জিতেছে মাত্র তিনটি দেশ। সবচেয়ে বেশি...