সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে সংঘর্ষ পরবর্তী সময়ে বিভিন্ন রকম আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। ক্যাম্পাস এবং সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনার পর থেকেই ক্যাম্পাসে আন্দোলন বেগবান করতে বামপন্থি ছাত্রনেতারা ভিন্ন কৌশল অবলম্বন করছেন। এক্ষেত্রে তারা নিজেদের মূল সংগঠনের ব্যানার ব্যবহার না করে, ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে এমন কৌশল অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ এখনো বিদ্যমান। এমন পরিস্থিতিতে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বামপন্থি...