চলতি মাসের ২৬ তারিখে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের দুই তারকা আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। ২০২১ সালে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও দীর্ঘ ৪ বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার একটি পোস্টার প্রকাশ করে পরিচালক জানান, প্রযোজক সমিতি থেকে মুক্তির অনুমোদন নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর মুক্তি উপলক্ষে প্রস্তুতিও চলছে। রোমান্স ও ফ্যান্টাসির পাশাপাশি এক স্বপ্নভঙ্গের গল্প দেখা যাবে সিনেমাটিতে। এদিকে...