এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এএসসি) অনেক দিক থেকে সমালোচনা করা যায়; যেমন আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে একই ‘গ্রুপ অব ডেথ’-এ রাখা বা নেপালে ক্রিকেটের উত্থানের সুযোগ কাজে না লাগানো। তবে একটা জায়গায় তারা বরাবরই সফল—টুর্নামেন্টকে ক্যালেন্ডারের সঙ্গে মানিয়ে নেওয়া।সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে সংস্করণের পর এশিয়া কাপ ফিরছে ২০২৫ সালে, তবে এবার টি২০ ফরম্যাটে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ভারত ও শ্রীলঙ্কা) পূর্ব প্রস্তুতি হিসেবে। আনুষ্ঠানিক আয়োজক ভারত হলেও ভেন্যু আবারও সংযুক্ত আরব আমিরাত। সেপ্টেম্বরের গরম আবহাওয়ার মাঝেই হবে টুর্নামেন্ট, অনেকটা কোভিড সময়ে আইপিএল ও টি২০ বিশ্বকাপের মতো। অন্য আসরগুলোর মতোই এবারও এশিয়া কাপের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। সেপ্টেম্বর ১৪ ও ২১ তারিখের দুই লড়াইয়ের টিকিটের দাম (শুরু ১৪০০ দিরহাম) সত্ত্বেও সব বিক্রি হয়ে গেছে। কর্পোরেট বক্সগুলোও ভরে গেছে, এমনকি যাদের...