নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক ঘটনা যেন মানুষের অন্তরে ক্ষোভ ও বিরহের আগুন জ্বালিয়ে দিয়েছে। একদিকে অপমানিত, অন্যদিকে ঋণের দায়ে জর্জরিত এক দিনমজুরের জীবন হঠাৎ করেই শেষ হয়ে গেল, আর তার মৃত্যু যেন পুরো সমাজের কাছে এক নিষ্ঠুরতার ছবি হয়ে দাঁড়িয়েছে। শংকর সাহা, ৪০, চরঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দুই সন্তানের জনক। ৮-৯ মাস আগে হীড বাংলাদেশ-এর ওছখালি শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সাড়ে ১২ শতাংশ সুদে নেওয়া ঋণের কিস্তি নিয়মিত শোধ করার পর তাকে নতুন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু যখন তিনি সেই ঋণ পরিশোধের পর অফিসে গিয়ে আবার নতুন ঋণের জন্য আশা নিয়ে পৌঁছান, তখন তাকে শুধু ঋণই দেয়া হয়নি, বরং অপমানের শিকার হতে হয়। তার সেই অপমানিত মনে বড়ি হয়ে উঠেছিল...