নেপালের রাজধানী কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচ স্থগিত হওয়ার পর নির্ধারিত সূচির একদিন আগেই অর্থাৎ আজই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুর ৩টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে দেশটির সরকারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহরজুড়ে তৈরি হয় উত্তেজনা। সোমবার থেকেই কারফিউ জারি করে নেপাল সরকার। এর ফলে অনিশ্চয়তায় পড়ে যায় ম্যাচ আয়োজন। শেষ পর্যন্ত নেপাল ফুটবল ফেডারেশন (এএনএফএ) আনুষ্ঠানিকভাবে ম্যাচ...