নন আইসিসি টুর্নামেন্টের কথা এলে সবচেয়ে বড় আসর হচ্ছে এশিয়া কাপ। হেভি ওয়েট কয়েকটি দল নিয়ে বেশি আলোচনা হলেও এখন ফরম্যাটের কারণে সেই প্রতিদ্বন্দ্বিতা বাকিদেরও পিছিয়ে রাখছে না। মরুর বুকে টি-টোয়েন্টি ফরম্যাটের সেই এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বি গ্রুপ থেকে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান ও পুঁচকে হংকং। ম্যাচটা শুরু হবে রাত সাড়ে ৮টায়। দেখাবে টি স্পোর্টস। প্রথম দিন হটফেভারিটরা মাঠে না নামলেও উত্তেজনার আঁচ কোনও অংশেই কম থাকছে না। সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নানামুখী আলোচনা হচ্ছে- আফগানিস্তান জয়ে শুরু করবে নাকি হংকং তাদের চমকে দেবে?হংকং পঞ্চমবারের মতো এশিয়া কাপে খেলছে। তাদের গ্রুপটি যদিও কঠিন। এই গ্রুপে আফগানিস্তা ছাড়াও রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অপর দিকে পাকিস্তানের বিপক্ষে টি-টেয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরে আফগানিস্তান মাঠে নামছে। উদ্বোধনী ম্যাচে তাই...