মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে জুঁই ফুল বহনের অভিযোগে আটক হলেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ার। পরে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিয়ে ছাড়া পান তিনি। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। নভ্যা অস্ট্রেলিয়ার মেলবোর্নে মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। সেখানেই বিমানবন্দরে প্রবেশের সময় তার ব্যাগে পাওয়া যায় প্রায় ১৫ সেন্টিমিটার দীর্ঘ জুঁই ফুলের তৈরি ‘গজরা’। অস্ট্রেলিয়ার কঠোর বায়োসিকিউরিটি আইন অনুযায়ী এটি বহন নিষিদ্ধ। ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটকানো হয়। এক জনসমাবেশে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নভ্যা বলেন, ‘আমার বাবা কোচি থেকে রওনা হওয়ার আগে আমাকে জুঁই ফুল দেন। তিনি সেটি দুটি ভাগে ভাগ করেন। একটি চুলে পরার জন্য, আরেকটি ব্যাগে রাখার জন্য। যাতে সিঙ্গাপুর হয়ে পরবর্তী গন্তব্যে গিয়ে ব্যবহার করতে পারি। আমি সত্যিই জানতাম না যে এটি...