আর্জেন্টিনার ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া—একসঙ্গে দীর্ঘদিনের সঙ্গী। জাতীয় দলের জার্সিতে শিরোপার পর শিরোপা জেতা এই দুই সতীর্থের মধ্যে সম্পর্ক সবসময়ই বিশেষ। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া স্পষ্ট করে দিলেন, মেসির পথচলা এখনো শেষ হয়নি। ডি মারিয়া বলেন, “সে এখনো শেষ করেনি। বিশ্বকাপ খেলবে, আরও ম্যাচ খেলবে। আমি ওকে মেসেজ দিয়েছিলাম, বিদায়টা আসলে বিদায় নয়।”মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি আরও যোগ করেন, “ও ইতিহাসের সেরা, সবকিছু জিতেছে। তার সঙ্গে খেলতে পারা আমার সৌভাগ্য।” মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই ডি মারিয়া উল্লেখ করেছেন নিজের সিদ্ধান্তের কথাও। ২০২৪ কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানানোয় কোনো আফসোস নেই তার। বরং তরুণ প্রজন্মকে জায়গা করে দেওয়ার আনন্দই তার বেশি, “আমি অনুভব করেছি সময় এসেছে। নতুন প্রজন্ম...