লিগস কাপ ফাইনালে প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন লুইস সুয়ারেজ। অভব্য আচরণে এবার তাকে লিগে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। ঘটনাটা ছিল ৩১ আগস্টের। ফাইনালে মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল। শেষ বাঁশির পর উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তি শুরু হয়। সতীর্থ ও কোচদের ধরে রাখতে হয় সুয়ারেজকে। তখনই এক পর্যায়ে তিনি প্রতিপক্ষ দলের সদস্যের দিকে থুতু মেরে বসেন। এই ঘটনায় ইন্টার মায়ামি ফরোয়ার্ড ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ মিস করবেন। অবশ্য ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়েছিলেন উরুগুয়ে তারকা। সেখানে বলেছিলেন, ‘এটা ছিল ভীষণ চাপ ও হতাশার মুহূর্ত। খেলা শেষ হওয়ার পরপরই কিছু ঘটেছিল, যা...