ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে চাপ আর তীব্র গরম সইতে না পেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অমর একুশে হল সংসদের এক প্রার্থীকে। অমর একুশে হলের সে প্রার্থীর নাম উবায়দুর রহমান হাসিব। তিনি হল সংসদের সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর কিছু পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের অভিমত, শেষ কিছু দিনে অনিদ্রায় ভুগছিলেন তিনি। সে কারণে আজ সকাল থেকেই অসুস্থ লাগছিল তাকে। এরপর ভোটকেন্দ্রে আসার পর হঠাৎ সংজ্ঞা হারান তিনি। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যান। ডাকসু নির্বাচনছাত্রসংসদ নির্বাচন ২০২৫ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে চাপ আর তীব্র গরম সইতে না পেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে...