০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেজপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছেন। অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রদানের জন্য আসার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে এমন বার্তা জানায় আবিদ।আবিদুল ইসলাম খান লিখেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ!অবশ্যই ভোট প্রয়োগ করতে আসুন। এর আগে গত রাতে এক পোস্টে তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ছেড়ে না যাওয়া এবং শুভেচ্ছা ও দোয়ায় রাখার জন্য। তিনি ফেসবুকে লেখেন, জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মুখে দাঁড়িয়ে বলছি, আমাদের ছেড়ে যাবেন...