ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে সকাল থেকে পুলিশ, অন্যান্য নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবীরা সতর্ক অবস্থানে রয়েছেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও সাংবাদিক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দেখা গেছে, ‘মুক্তি ও গণতন্ত্র’ তোরণে রোভার স্কাউট, আনসার, বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক এবং বিএনসিসির তিন শাখা-সেনা, বিমান ও নৌ, অক্টোরিয়াল বডির সদস্য এবং আবাসিক শিক্ষকরা কার্ড দেখে প্রবেশের অনুমতি দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাস ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস পশ্চিম গেট দিয়ে প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয়ের পাস থাকলে সাংবাদিকদের গাড়িও প্রবেশ করতে পারছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেট ব্যবহার করে পশ্চিম থেকে পূর্বে এবং পূর্ব থেকে পশ্চিমে যাতায়াতকারী সাধারণ মানুষজন পড়েছেন ভোগান্তিতে। কার্ড না থাকায় তারা প্রবেশ করতে পারছেন না। বাধ্য হয়ে...