ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক তৃতীয়াংশ ভোট কাস্ট হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, অধিকাংশ হলে ভোটারদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, উদয়ন স্কুল, শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, ইউল্যাব, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ঘুরে এমন চিত্র দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছয়টি কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত গড়ে ৩৩ শতাংশ ভোট পড়েছে। তবে বাকি কেন্দ্রগুলোর কাস্টিং সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিনটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সেখানে পৌনে ১০টা পর্যন্ত এক হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা। পৌনে ১০টার দিকে বিজয় একাত্তর হলে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অধ্যাপক ড. সাইফুল্লাহ জানান, তার কেন্দ্রে দেড় ঘণ্টায়...