রাজনৈতিক সম্পর্ক যতই তিক্ত হোক, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথই এশিয়া কাপের সবচেয়ে বড় আকর্ষণ। দর্শকসংখ্যা, টিভি ভিউয়ারশিপ এবং স্পনসরশিপ আয়ের মূল ভরসা এই ম্যাচ।আয়োজক সংস্থাগুলোও জানে, ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই রাজস্ব বাড়বে বহুগুণ। এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ মঙ্গলবার। তবে আয়োজক, স্পনসর ও সমর্থকদের মূল দৃষ্টি রোববারের দিকে—যেদিন দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এটিই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম দেখা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ প্রায় ১৩ বছর, আর টেস্ট সিরিজে মুখোমুখি হয়নি প্রায় ১৮ বছর। তবুও আইসিসি বা এসিসি-র আসরে নিয়মিত লড়াই হচ্ছে দুই দলের। সাবেক আইসিসি মিডিয়া প্রধান সামি উল হাসান বলেছেন, ‘সবকিছুই নির্ভর করে সর্বোচ্চ দর্শক টানার উপর। এজন্য টুর্নামেন্টের ফরম্যাটও এমনভাবে সাজানো হয় যাতে ভারত-পাকিস্তান ম্যাচ অন্তত একবার হয়। ’...