সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে তিনি এসব নিয়ে কথা বলেন। তিনি বলেন, মিছিলে শুধু সংখ্যার পরিবর্তন নয়,আচরণও পাল্টেছে। আগে মিছিলে একটা ভীতিকর উপাদান বা অনিশ্চয়তা থাকলেও, এখন নির্ভরতার স্বরূপ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। মিছিলে এখন বিরোধী দলের বাধা কমে গেছে। আগে বিএনপি বা ছাত্রদল মিছিল থামাতে হামলা করত, পুলিশের হাতে তুলে দিত; কিন্তু এখন সেই প্রতিরোধ কমে গেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মিছিল যতই নিষিদ্ধ হোক, বিরোধী দলের উচিত নয় নিজে ভাঙচুর বা হামলা করা। জনশ্রুতি অনুযায়ী, কেউ কেউ আওয়ামী লীগের এই মিছিল বৃদ্ধির পেছনে কোনো বড় রাজনৈতিক শক্তির উত্থান দেখার চেষ্টা করছেন। কিন্তু এমন ধরনের ভয় অযৌক্তিক। তিনি প্রশ্ন তুলেছেন, ১০০-২০০ মানুষ মিছিল করল, কী হলো? হাজার গেল, কী হলো?...