০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠনের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম। তিনি বলেন, ১০০ মিটারের ভেতরে স্লিপ ও লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ছাত্রদলসহ অনেক সংগঠনের প্রার্থী সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে স্লিপ ও লিফলেট বিতরণ করছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূতত্ব ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। সাদিক বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ জোটের প্রার্থীদের ওপর আস্থা রাখছে। সেটা তাঁরা ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে সব প্রার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা বলতে চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই...