ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে এমন প্রশ্ন ছিলো বিশ্বখ্যাত চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, গ্রক ও ক্লডের কাছে। এসব লার্জ ল্যাঙ্গয়েজ মডেল তাদের বিশ্লেষনে কাকে ভিপি ও জিএস পদে এগিয়ে রাখছে, তা থাকছে আজকের প্রতিবেদনে। এআই মডেল গ্রকের পর্যালোচনা বলছে, ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানকে ভিপি হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। এই মডেলের বিশ্লেষন বলছে, ৩৮-৪২ শতাংশ ভোটে জিতার সম্বাবনা রয়েছে তার। অন্যদিকে ৪০-৪৫ শতাংশ ভোটে জিএস পদে জেতার সম্ভাবনা ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিমের। চ্যাটজিপিটি সাম্প্রতিক বিভিন্ন পর্যালোচনা করে বলছে, শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েমের প্রায় ৫০ শতাংশ ভোটে ভিপি পদে জেতার সম্ভাবনা রয়েছে। চ্যাটজিপিটির প্রেডিকশনে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ ৩২.১ শতাংশে ভোটে জিএস পদে জেতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এআই মডেল ক্লড বলছে, ছাত্রদলের...