মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কয়েকজন প্রার্থী লাইনে থাকা ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। এ সময় অন্য প্রার্থী প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এক পক্ষের দাবি, তারা কেন্দ্র থেকে অন্তত ১০০ গজ দূরে ভোট চাচ্ছিলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে প্রক্টোরিয়াল টিম এবং দায়িত্বশীলরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোট চাওয়ার ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ৩৮তম ডাকসু নির্বাচনে নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থি ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে...