লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইন্টার মায়ামির। ম্যাচ শেষে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে প্রতিপক্ষের দলের এক স্টাফকে থুথু ছোড়ার ঘটনায় বিতর্কিত আলোচনায় চলে আসে লুইস সুয়ারেজ। এই ঘটনার জেরে লিগস কাপের আগামী আসরে ৬ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। এবার তার শাস্তির মাত্রাটা আরও বেড়েছে। মেজর লিগ সকারেও (এমএলএস) তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মায়ামির এই ফরোয়ার্ড। নিষেধাজ্ঞার কারণে এমএলএসে ইন্টার মায়ামির জার্সিতে ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স এবং ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না সুয়ারেজ। গত ৩১ আগস্ট, লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল সাউন্ডার্স। ম্যাচের শেষ পর্যন্ত সাউন্ডার্সের এক স্টাফ সদস্যের দিকে থুথু ছুঁড়েন সুয়ারেজ, যা তাৎক্ষণিকভাবে ফুটেজে ধরা পড়ে। এ...