ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ছাত্ররাজনীতির উদ্দেশ্য, ভূমিকা ও করণীয় বিষয়ে মতামত দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। তিনি মনে করেন, ডাকসুকে আবার শিক্ষার্থীদের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হলে দলীয় স্বার্থের বাইরে গিয়ে ছাত্রকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, এন-ডি-এম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ শুধু একজন রাজনৈতিক নেতাই নন, বরং তিনি ছাত্রসমাজের প্রকৃত অভিভাবক। তিনি সবসময় ছাত্রদের কথা ভাবেন, তাদের সমস্যা ও অগ্রগতির বিষয়ে সরাসরি যোগাযোগ রাখেন এবং তাদের পাশে থাকেন। তরুণ প্রজন্মকে জাতীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। ডাকসু নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য তিনি আন্তরিক শুভকামনাও জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার শাহেদুল আজম বলেন, ছাত্ররাজনীতি সর্বাগ্রে হওয়া উচিত ছাত্রদের ন্যায্য দাবি ও...