ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দেন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তাঁর চমৎকার এক অভিজ্ঞতা হয়েছে। জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতি চালু করা হবে বলে প্রত্যাশা করেন তিনি। ফারুক হাওলাদার দুই চোখে দেখতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, আজ তিনি অনেক খুশি। কারণ, যে পদ্ধতিতে প্রথম শ্রেণি থেকে তিনি এ পর্যন্ত পড়ালেখা করেছেন, সেই ব্রেইল পদ্ধতিতেই নিজের পছন্দের...