মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান (ছবি: রায়হান হোসেন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভিযোগ নয়, বরং সুষ্ঠু ভোট চান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, “অভিযোগ করলে অনেক করা যায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।” মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।”আরো পড়ুন:ডাকসু নির্বাচনে কড়া নিরাপত্তানিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।” তিনি বলেন, “ভোটারদের উপস্থিতি চোখে...