ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পরিবেশকে আনন্দময় ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট প্রচার শুরু থেকে ভোটের দিন পর্যন্ত আমরা আনন্দময় পরিবেশ উপভোগ করেছি। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। যাকেই তারা নেতৃত্বের জন্য বেছে নেবেন, সেটিই আমরা মেনে নেব। শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত।” আবু বাকের আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্বে যোগ্য ব্যক্তিরাই আসবেন, এবং দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে ঘিরে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখা জরুরি। সকালে টিএসসি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ...