২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই মহাযজ্ঞ আয়োজন করবে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে ইতিহাসের পাতায় জায়গা পাবে। এরই মধ্যে একঝাঁক দল নিশ্চিত করেছে তাদের উত্তর আমেরিকার যাত্রা, বাকি দলের ভাগ্য নির্ধারিত হতে অবশ্য এখনো সময় লাগবে।নিশ্চিত হওয়া দলগুলোবিশ্বকাপের চূড়ান্ত পর্বে ১৮টি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে। আয়োজক দেশগুলো—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—স্বয়ংক্রিয়ভাবে অংশ নিচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে তাদের টিকিট। এশিয়ার প্রতিনিধিত্ব করছে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া এবং প্রথমবারের মতো যোগ দিচ্ছে জর্ডান ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে মরক্কো ও তিউনিসিয়া যোগ করেছে নিজেদের নাম। এ ছাড়া নিউজিল্যান্ডও ওশেনিয়ার অংশগ্রহণকারী হিসেবেনিশ্চিত হয়েছে।দক্ষিণ আমেরিকার উত্তাপবিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা...