এশিয়া মহাদেশের ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই আবারও শুরু হতে যাচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের। বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের ফরম্যাট পরিবর্তন হয়। সামনে যে ফরম্যাটের বিশ্বকাপ থাকে, সেই ফরম্যাটে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ক্রিকেট। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ কারণে, এবারের এশিয়া কাপও অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের এশিয়া কাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে এরইমধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত করেছে আধুনিক ভেন্যু, আর মাঠে নামতে যাচ্ছে এশিয়ার শক্তিশালী আটটি দল – ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান এবং হংকং। এবারও টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা...