কিন্তু কেন এসিতে আগুন লাগতে পারে এবং কীভাবে এসির আগুন লাগা এড়াতে পারেন আসুন জেনে নেওয়া যাক- এসি একটি বৈদ্যুতিক যন্ত্র, যেখানে বিদ্যুৎ, মোটর, কম্প্রেসর, কনডেন্সার, ফ্যান, কেবল এবং গ্যাস-সবকিছু একসঙ্গে কাজ করে। যে কোনো জায়গায় সামান্য ত্রুটি বড় বিপদের কারণ হতে পারে। সাধারণত নিচের কারণগুলোতে এসিতে আগুন লাগতে পারে: >> বিদ্যুতের তারে ত্রুটি। নিম্নমানের বা পাতলা তার ব্যবহার করা হলে অতিরিক্ত গরম হয়ে যায়। >> শর্ট সার্কিট বা তারের সংযোগ ঢিলা হলে স্পার্ক হয়ে আগুন লাগতে পারে। >> ওভারলোড বা অতিরিক্ত ভোল্টেজ। হঠাৎ ভোল্টেজ ওঠা-নামা করলে সার্কিট পুড়ে যেতে পারে। >> এসি সাধারণত আলাদা লাইনে ব্যবহার করা উচিত। অন্য যন্ত্রের সঙ্গে একই লাইনে চালালে ওভারলোড হয়। >> কম্প্রেসর ও ফ্যানের সমস্যা। কম্প্রেসর অতিরিক্ত গরম হলে আগুনের ঝুঁকি তৈরি হয়।...